প্রতিনিধি, বিশালগড় ,
২২ ফ্রেব্রুয়ারি।।
ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতির বিশালগড় বিভাগীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় ও রাজ্যে সরকারকে ধন্যবাদ জানিয়ে এক রেলি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রেলিটি বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । করোনা কালীন পরিস্থিতি থেকে আগামী পাঁচ বছরের জন্য দেশের আশি কোটি মানুষ কে বিনামূল্যে চাল বিতরণ করা।তাছাড়া রেশন শপের মাধ্যমে জনগণের জন্য স্বল্প মূল্যে বিভিন্ন মশলা,চা পাতা, সরিষার তেল সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেওয়া, ফ্রেব্রুয়ারি ও মার্চ মাসে রেশন কার্ড পিছু তের টাকা দরে পাঁচ কেজি অতিরিক্ত চাল দেওয়া সহ ত্রিপুরার গনবন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য।কিছুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা চালু করেন।এই যোজনায় রাজ্যের বেশিরভাগ মানুষ পাঁচ লাখ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর এই যোজনার ফলে উপকৃত হবেন রাজ্যের অধিকাংশ মানুষ। বৃহস্পতিবার ন্যায্যমূল্য পরিচালন সমিতির বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কে ধন্যবাদ জানিয়ে রেলি অনুষ্ঠিত হয়।উক্ত রেলিতে বিশালগড় মহকুমার রেশন ডিলার দের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বিশালগড়ে ন্যায্যমূল্য দোকান পরিচালন সমিতির ধন্যবাদ রেলি অনুষ্ঠিত
84
previous post