Home » ১২টি বাস রুটে পিপিপি মডেলে বাস চালানোর সিদ্ধান্ত পরিবহণ দফতরের, নেওয়া যাবে না বাড়তি ভাড়া

১২টি বাস রুটে পিপিপি মডেলে বাস চালানোর সিদ্ধান্ত পরিবহণ দফতরের, নেওয়া যাবে না বাড়তি ভাড়া

by admin

কলকাতায় ১২টি রুটে পিপিপি মডেলে বাস চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর। সম্প্রতি এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে তিনটি বাস রুটকে ছাড়পত্র দেওয়ার কাজ শুরু হয়েছে বলে দফতর সূত্রে খবর। তবে বাস চালানোর ক্ষেত্রে পরিবহণ দফতরের দেওয়া নিয়ম মেনে চলতে হবে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে।

পরিবহণ ভবন সূত্রে খবর, এস-৪৭ (হাওড়া-ইডেন সিটি-মহেশতলা), এস-৩২ (হাওড়া-ব্যারাকপুর) ও কলকাতা স্টেশন থেকে আরও একটি বাস রুটকে বেসরকারি ভাবে বাস চালানোর দায়িত্ব দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে আরও ৯টি বাস রুটকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। আপাতত ঠিক হয়েছে, তিনটি রুটের মোট ২৫টি সরকারি বাসকে দরপত্র আহ্বান করে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। প্রথমে বাসগুলি সংস্থার হাতে তুলে দেওয়ার সময় এককালীন ৫০ হাজার টাকা জমা দিতে হবে দফতরের কাছে। আর প্রতি মাসে ৬-৮ হাজার টাকা জমা দিতে হবে পরিবহণ দফতরে।

You may also like

Leave a Comment