
প্রতিনিধি কৈলাসহর:-বাজারের রাস্তা প্রসারিত করার লক্ষ্যে কৈলাসহর মহকুমা প্রশাসন কৈলাসহরের বিভিন্ন বাজার এলাকায় অবৈধ দখলদারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।কৈলাসহর পানিচৌকি বাজারকে ফুটপাত মুক্ত করতে ফুটপাতে থাকা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালালেও কাজের কাজ কিচ্ছু হচ্ছে না।কিছুদিন পরেই আবার অবৈধ দখলকারীরা পুনরায় ফুটপাত দখল করে বসছে।যতদিন যাচ্ছে জনসংখ্যা যেমন বাড়ছে ফুটপাতের ব্যবসায়ীদের সংখ্যাও তেমনি বেড়েই চলেছে।আজ সকালে কৈলাসহর পানিচৌকিবাজার কমিটিকে শীত ঘুমে রেখে কৈলাশহর পুর পরিষদের পক্ষ থেকে অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং তাদের দোকান সরিয়ে দেওয়া হয়েছে।পানিচৌকি বাজার কমিটির অভিযোগ শেডের ভেতরে থাকা ১০০ জন ব্যবসায়ীর বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ঠিকই।কিন্তু তাদের ব্যবসায়ী সংখ্যা রয়েছে প্রায় ৩৫০ জন।এখন এই ১০০ জন ব্যবসায়ী যদি শেডের ভেতরে বসে ব্যবসা করে তাহলে বাকি ব্যবসায়ীরা কিভাবে বৃষ্টিতে ভেজে রোদে পুড়ে ব্যবসা করবে? তাদের যুক্তিও ফেলে দেবার নয়।তাই বাজার কমিটির দাবি সকল ব্যবসায়ীদের জন্য শেড তৈরি করে দেওয়া হোক।যাতে উনারা সকলেই সুন্দর করে ব্যাবসা করতে পারেন।উনারা আরোও বলেন, পুর পরিষদ যদি তাদের দাবি না মানে তাহলে মাইক যোগে সবাইকে অবগত করানো হবে যে, আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বাজার বন্ধ করে দেওয়া হবে।এ নিয়ে বাজার কমিটি এবং পুর পরিষদের মধ্যে চলছে চরম দ্বন্দ্ব।এখন দেখার বিষয় হল আগামী দিন পুর পরিষদ কি উদ্যোগ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা কৈলাসহরবাসী। আজকের এই অভিযানে নেতৃত্ব দেন কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামতিয়া, কৈলাসহর পুর পরিষদের সুপার ভাইজার মনীশ দাস, ডিসিএম মতিরঞ্জন দেববর্মা, কৈলাসহর পুর পরিষদের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস থেকে শুরু করে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।