
জনগণের মন্ত্রী জনগণের পাশে।
এক চুমুক চায়ের , চায়ের দোকানে বসে সঙ্গে মতবিনিময় করছেন সাধারণ মানুষের সঙ্গে। যেন মন্ত্রী নয় ঘরের ছেলে। মন্ত্রী কাউকে বুকে টেনে নিচ্ছেন আবার কারো সঙ্গে চায়ের দোকানে বসে মতবিনিময় করছেন।শত ব্যস্ততার মাঝেও ছুটি যাচ্ছেন সাধারণ মানুষের পাশে। শুনছেন জোলাই বাড়ি বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের অভাব অভিযোগ মন্ত্রী! পাশাপাশি মন্ত্রীর নিজ বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয়নের কাজ সময়ের কাজ সময়ে শেষ করার জন্য নিজেই ছুটে যাচ্ছেন সরল জমিনে কাজগুলি গুণমান এবং সঠিক সময় উন্নয়নের বিভিন্ন প্রকল্প গুলি জনগণের কাছে দ্রুত পৌঁছে দিতে নিজ বিধানসভা এলাকার পাহাড় এবং সমতল সমপরিমাণে উন্নয়ন পৌঁছে দিতে পরিদর্শন করছেন এবং চুষে বেড়াচ্ছেন। কাজের গুণমান বজায় রেখে সময়ের কাজ সময়ে শেষ করার পরামর্শ দিচ্ছেন ঠিকাদার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের মন্ত্রী। বিজেপি আইপিএফটি সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর শুক্লাচরণ নোয়াতিয়ার এই ধরনের জনগণের সঙ্গে মিশে যাওয়া এই মানবিক, স্নেহ মানসিকতা দেখে সাধারণ মানুষ বলছেন মন্ত্রীরা কি এমন হয় ?