Home » উত্তরাখণ্ডে ৬০০ মিটার গভীর খাদে পড়ে গেল গাড়ি, ন’জন যাত্রীর মৃত্যু, নিখোঁজ দুই

উত্তরাখণ্ডে ৬০০ মিটার গভীর খাদে পড়ে গেল গাড়ি, ন’জন যাত্রীর মৃত্যু, নিখোঁজ দুই

by admin

উত্তরাখণ্ডে ৬০০ মিটার গভীর খাদে পড়ে গেল একটি গাড়ি। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় ওই গাড়িতে থাকা ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এখনও দুই যাত্রীর কোনও সন্ধান পাওয়া যায়নি।বৃহস্পতিবার সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার মুন্সিয়ারি অঞ্চলের নিকটবর্তী গ্রাম হোকাড়ায় একটি গাড়ি খাদে পড়ে যায় বলে জানিয়েছে জেলা প্রশাসন। পিথোরাগড়ের জেলাশাসক রিনা জোশী জানিয়েছেন, ওই গাড়িতে মোট ১১ জন যাত্রী ছিলেন। স্থানীয়দের কাছে খবর পেয়েই পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা গাড়িটির কাছে পৌঁছন। গাড়ির ভিতর থেকে ৯ জনের দেহ উদ্ধার করা হয়। কিন্তু দু’জনের কোনও সন্ধান পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, মৃত এবং নিখোঁজ ব্যক্তিরা একই পরিবারের সদস্য।

You may also like

Leave a Comment