প্রতিনিধি খোয়াই ২২ মে:- অনৈতিক ভাবে ঠিকেদারের জেসেবি তুলে নিল বনদপ্তর,দু মাস যাবত বন্ধ রাস্তার কাজ,প্রতিবাদে খোয়াই – আগরতলা ভায়া হেজামারা সড়কের ছনখলাতে জাতীয় সড়ক অবরোধ করল ক্ষুব্দ এলাকাবাসী। বিনা নোটিশে অনৈতিক ভাবে ঠিকেদারের জেসেবি তুলে নিল বনদপ্তর ফলে দুই মাস যাবত বন্ধ রাস্তার কাজ। রাস্তার কাজ সম্পন্ন না হওয়ায় বহু সমস্যার সন্মুখিন হতে হচ্ছে এলাকাবাসীদের। এই সড়ক পথে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন এলাকাবাসী। ফলে ক্ষোব্দ হয়ে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে বসে সোমবার । গরমের এই প্রখর রোদে সাড়ে চার ঘণ্টা রাস্তার দু পাশে আটকে পড়ে শত শত যানবাহন। যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয় দীর্ঘ চার ঘণ্টা ধরে। অবরোধ চলাকালীন কোন প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায় নি বলে অভিযোগ,অবশেষে দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর ঘটনস্থলে ছুটে যান বন বিভাগের খোয়াই মহকুমা আধিকারিক নীতিশ চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ার পর এলাকাবাসী অবরোধ তুলে নেয় । ঘটনার বিবরণে জানা যায় গত দুমাস আগে,খোয়াই পদ্মবিল এলাকার পাগলাবাড়ি থেকে পরখলেন্ড পর্যন্ত পি ডব্লিউ এর অধীনে একটি নতুন রাস্তার কাজ শুরু হয়, রাস্তার কাজ চলাকালীন বনবিভাগের কর্মীরা রাস্তার কাজে ব্যবহৃত দুটি জেসিবিকে অবৈধ ভাবে বন দপ্তরের জমি কাটার অভিযোগে বিনা নোটিশে তুলে নিয়ে আসে। পরবর্তী সময় রাস্তার কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায় এবং ঘটনার দুই মাস অতিক্রান্ত হলেও রাস্তার কাজ সম্পন্ন না হওয়ার ফলে এই রাস্তাদিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে। দুরবস্থার মাত্রা বাড়তে থাকে ,ফলে নানান সমস্যার সন্মুখীন হতে হয় স্থানীয়দের। তাই রাস্তার এই সমস্যার সমাধানের দাবীতে ক্ষুব্ধ হয়ে সোমবার সকাল নয় টায় খোয়াই আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে স্থানীয় এলাকাবাসী ।
খোয়াই – আগরতলা ভায়া হেজামারা সড়কের ছনখলাতে জাতীয় সড়ক অবরোধ করল ক্ষুব্দ এলাকাবাসী।
by admin
written by admin
87
next post