দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক খাদে, চালকসহ বাইকে থাকা আরোহী গুরুতর আহত।
ঘটনার বিবরনে জানাজায় শান্তির বাজার মহকুমায় অন্তর্গত বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার আজ। এই সাপ্তাহিক বাজারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে ক্রেতা বিক্রেতা। জানা যায় রুপেশ ত্রিপুরা তৈইবান্দাল থেকে বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার আসে পরবর্তী সময়ে বাজার থেকে তৈই বান্দাল নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় দ্রুত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে বাইক চালক এবং আরোহী উভয় গুরুতর আহত হন বীরচন্দ্র মনু লাচিকেম সংলগ্নে ৮ নং জাতীয় সড়কের । জানাযায় এতে করে বাইক চালক রুপেশ ত্রিপুরার পা ভেঙ্গে যায় এবং গুরুতর আহত হয়। পাশাপাশি বাইকে থাকা আরোহীও অল্প বিস্তার আহত হন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান মন পাথর থানার ওসি জয়ন্ত দাস , খবর দেন শান্তির বাজার অগ্নি নির্বাপক দপ্তরকে। অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা ছুটে এসে আহত দুজনকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।