100
প্রতিনিধি কৈলাসহর:-প্রদেশ যুব মোর্চার কার্যক্রমের অঙ্গ হিসাবে চন্ডিপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে আজ পথচারীদের মধ্যে ঠান্ডা জল ও ফল বিতরণ করা হয়।প্রখর দাবদাহে পথচারীদের কিছুটা স্বস্তি দিতে যুব মোর্চার উদ্যোগে চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের চিড়াকুটিতে এই কর্মসূচি সংঘঠিত করা হয়েছে।কিছুদিন পূর্বেও চন্ডিপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে ঊনকোটি জেলা হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ঠান্ডা পানীও এবং ফল মিষ্টি বিতরণ করা হয়েছিল। আজকের এই কর্মসূচিতে প্রায় ৬ শতাধিক পথচারী ঠান্ডা পানীয় এবং ফল সেবন করেছেন।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্ডিপুর মন্ডল যুব মোর্চার সভাপতি বাবলু দেব এবং বিজেপি জেলা কমিটির সহ-সভাপতি ডঃ সুশান্ত সিনহা ও অন্যান্য কর্মীগন।