Home » বিশালগড়ে জার্নালিস্টস এসো’র উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

বিশালগড়ে জার্নালিস্টস এসো’র উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২১ মার্চ।।
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটি এবং সিপাহীজলা জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশালগড় শুভ দীপ হলঘরে অনুষ্ঠিত হয় এই শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা কল্যাণ আধিকারিক প্রসেনজিৎ ব্যানার্জি, বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা: জে এম দাস, ডিসিএম প্রসেনজিৎ দাস, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক,ক্রীড়া দপ্তরের যুগ্ম সচিব প্রবীর দেববর্মা, সোনামুড়া মহকুমা ক্রীড়া আধিকারিক মধুসূদন দেববর্মা, দপ্তরের উপ অধিকর্তা সমীর দেববর্মা, বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, এসোসিয়েশনের মহকুমা সম্পাদক খোকন ঘোষ প্রমুখ । সভাপতিত্ব করেন এসোসিয়েশনের মহকুমা সভাপতি সমীর ভৌমিক। বিশালগড় মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কতৃপক্ষ রক্ত সংগ্রহ করেন। দুই জন মহিলা রক্তদাতা সহ সকল রক্তদাতাদের এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

You may also like

Leave a Comment