Home » চিনা মাঞ্জা দেওয়া সুতোয় গলা কেটে দিল্লিতে মৃত্যু শিশুর, নিষেধ সত্ত্বেও বিক্রি কী ভাবে, প্রশ্ন

চিনা মাঞ্জা দেওয়া সুতোয় গলা কেটে দিল্লিতে মৃত্যু শিশুর, নিষেধ সত্ত্বেও বিক্রি কী ভাবে, প্রশ্ন

by admin

চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হল বছর সাতেকের এক শিশুর। বুধবার ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির পশ্চিম বিহারে।

পুলিশ সূত্রে খবর, বুধবার বাবার সঙ্গে সাঁতার শিখতে যাচ্ছিল শিশুকন্যা। বাইকের সামনে বসে ছিল সে। তখনই এই দুর্ঘটনা ঘটে। শিশুটির গলায় ঘুড়ির সুতো জড়িয়ে যায়। গলার নলি কেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এই ঘটনার পরই অভিযানে নামে পুলিশ। সাত জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ডেপুটি পুলিশ কমিশনার হরেন্দ্র সিংহ জানিয়েছেন, পশ্চিম দিল্লির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই সাত জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা চিনা মাঞ্জা দেওয়া সুতো বিক্রি করছিলেন। ডিসিপি আরও জানিয়েছেন, ওই দোকানগুলি থেকে ২০০টি ঘুড়ি এবং চিনা মাঞ্জা দেওয়া সুতোর প্রচুর রোল বাজেয়াপ্ত করা হয়েছে।

You may also like

Leave a Comment