
শান্তিরবাজার প্রতিনিধি : এড়িসির কার্যনির্বাহী সদস্য সোহেল দেববর্মার উপস্থিতিতে বীরচন্দ্র মনু সাউথ জোনালের উদ্যোগে যুবকদের শারীরিক বিকাশের লক্ষ্যে সাব জুনাল লেভেল তিপ্রা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আজ শান্তির বাজার মহকুমায় বীরচন্দ্র মনু তৈই কর্ম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। আজকেরে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সোহেল দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল জয়েন চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, এমডিসি দেবজিৎ ত্রিপুরা , বীরচন্দ্রনগর সাব জোনাল চেয়ারম্যান রঞ্জিত রিয়াং, দক্ষিণ জোনাল Z.D.O অজিত দেববর্মা, পাশাপাশি খেলা পরিচালনার দায়িত্ব রয়েছেন কোচ ধনঞ্জয় রিয়াং সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মনু বনকুল সাব জোনাল ভার্সেস বীরচন্দ্র মনু সাব জোলাল আজকের এই ফাইনাল ম্যাচে খেলেন। দুদলের মধ্যে হাট্রহাট্রি লড়ায়ের ফলে ট্রাই বেকার বীরচন্দ্র মনু সাব জোনাল জয়ী হয় । যুবকদের শারীরিক বিকাশের লক্ষ্যে এডিসি প্রশাসনের গ্রামীন এলাকায় খেলাধুলার এই ধরনের পরিকল্পনায় খুশি যুবক এবং গ্রামীণ সাধারণ মানুষ।