প্রতিনিধি , উদয়পুর :-
বুধবার সকাল আটটায় বিশ্ব যোগা দিবস অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমার চন্দ্রপুর সেন্থেটিক ফুটবল মাঠে । প্রদীপ প্রজ্জ্বলন করে যোগা দিবসের শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
এছাড়া উপস্থিত ছিলেন , বিধায়ক অভিষেক দেবরায় , গোমতি জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল, জিলা ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহকারি অধিকর্তা ডক্টরেট ভারতী নিগম সহ প্রমুখ । যোগা দিবসে ছাত্র-ছাত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন , ২১ জুন তারিখটি হল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন। পরে উদ্বোধনী ভাষণ শেষে সকল অতিথিরা এদিন সিন্থেটিক ফুটবল মাঠে যোগাসনে অংশগ্রহণ করেন । এদিন যোগাসনকে কেন্দ্র করে উদয়পুর মহকুমার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সাধারণ জনগণ এই যোগাসনে অংশ নেন