
প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর মহকুমার বামুটিয়া বিধানসভা, মোহনপুর বিধানসভা এবং অন্যান্য এলাকায় আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়। মোহনপুর বিধানসভা ভিত্তিক যোগা দিবস উদযাপন করা হয় তুলাবাগান চৌমুনী ফুটবল সিনথেটিক টার্ফে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা কৃষক ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরা ক্রিকেট দলের কোচ ল্যান্স ক্লুজনারাও এবং অন্যান্য জনপ্রতিনিধি ও নেতৃত্বরা।এইদিকেন্ত
বিধানসভা ভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয় বামুটিয়া ব্লক প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, বিজেপির প্রদেশ আইটি সেল ইনচার্জ চন্দন দেবনাথ এবং অন্যান্যরা।
গোটা পৃথিবীর পাশাপাশি মোহনপুর মহাকুমাতেও বিজেপি এবং প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। মোহনপুর মন্ডল আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবসে মোহনপুর বিধানসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়াও অভিভাবক শারীর শিক্ষক এবং স্থানীয় জনতা এঈ কর্মসূচিতে অংশ নিয়ে দিন। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক যোগা দিবসের উদ্বোধন করে মন্ত্রীত্ব হলেন এই বছর ভারতের নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভারতের যোগা দিবসের থিম বসুদেব কুটুম্বকম। তিনি বলেন ২০১৪ সালে জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবিতে যেভাবে সারা বিশ্ব সম্মতি দিয়ে এই দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে সুস্থ ও নীরোগ থাকার ক্ষেত্রে নিয়মিত যোগা করার আহ্বান করলেন মন্ত্রী। যোগা দিবস উপলক্ষে অনুষ্ঠিত যোগা কর্মসূচিতে অংশ নিলেন উপস্থিত অতিথি এবং মন্ত্রী রতন লালনাথ।