একনাগাড়ে বৃষ্টি চলছে। রাস্তাঘাট জলমগ্ন। বৃষ্টির কারণে জাতীয় সড়কেও বিপর্যস্ত হল যান চলাচল। গুরুগ্রামে দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়েতে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সাক্ষী থাকলেন শহরবাসী।
বুধবার সকাল থেকেই গুরুগ্রামে বৃষ্টি হচ্ছে। ভেসে গিয়েছে শহরের একাধিক রাস্তা, অলিগলি। দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়েতে অর্থাৎ ৪৮ নম্বর জাতীয় সড়কেও জল জমে গিয়েছে। ফলে সেখান দিয়ে গাড়ি চলাচল করতে সমস্যা হয়েছে। জলমগ্ন রাস্তায় দীর্ঘ ক্ষণ যান চলাচল থমকে গিয়েছিল। পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে সারি দিয়ে দাঁড়িয়ে ছিল গাড়ি। পরে অবশ্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
সকালে যানজটের সময় অফিসযাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছিল। রাস্তা দিয়ে গাড়ি এগোচ্ছে না, এ দিকে, অফিসেও গরহাজির হওয়ার উপায় নেই। এই পরিস্থিতিতে অনেককে হেঁটেই অফিস যেতে দেখা গিয়েছে। জলমগ্ন জাতীয় সড়কের উপর দিয়ে জুতো হাতে নিয়ে হাঁটতে শুরু করেন নিরুপায় অফিসযাত্রীরা। জল ডিঙিয়ে দীর্ঘ ক্ষণ হেঁটে কেউ কেউ কর্মস্থলে পৌঁছেছেন।