তেলিয়ামুড়া।২১জানুয়ারী।
শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষে রাজ্যের নানা প্রান্তের সাথে তেলিয়ামুড়াতেও ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে। প্রায় রোজই তেলিয়ামুড়ার বেশ কিছু স্থানে আইটিবিপি জওয়ানদের সাথে নিয়ে থানার পুলিশ ফ্ল্যাগ মার্চ শুরু করে দিয়েছে। এরই মধ্যে শনিবার পরন্ত বেলায় প্রায় ৪ টা ২০ মিনিটে তেলিয়ামুড়া থানাধীন তৃষাবাড়ি এলাকা থেকে শুরু করে তেলিয়ামুড়া শহরের মুল সড়ক হয়ে তেলিয়ামুড়া নেতাজীনগর পর্যন্ত খোয়াই জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ফ্ল্যাগ মার্চ করা হয়। এই ফ্ল্যাগ মার্চে জেলাশাসক ডি কে চাকমা, জেলা পুলিশ আধিকারিক রতি রঞ্জন দেবনাথ, মহাকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ছিলেন। । পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খোয়াই জেলা শাসক ডি কে চাকমা বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষেই ফ্ল্যাগ মার্চ চলছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দান করতে পারে। সেটাই প্রশাসনের মূল লক্ষ্য। তাছাড়া আগামী দিনেও তেলিয়ামুড়ার সংবেদনশীল এলাকা গুলিতে মহকুমা এবং জেলা প্রশাসনের তরফে ফ্ল্যাগ মার্চ জারি থাকবে বলে জানান জেলা শাসক ডি কে চাকমা ।
রাজ্যের নানা প্রান্তের সাথে তেলিয়ামুড়াতেও ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে।
120
previous post