Home » আইজিডিসি ক্রেফলাট প্রকল্পের উদ্যোগে আমবাসায় মৎস্য প্রশিক্ষণ কর্মসূচির সূচনা

আইজিডিসি ক্রেফলাট প্রকল্পের উদ্যোগে আমবাসায় মৎস্য প্রশিক্ষণ কর্মসূচির সূচনা

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া :- ২০২৫ সালের ২০ আগস্ট ধলাই জেলায় এক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হয়। সিইও ও পিডি শ্রী এস. প্রভুর নেতৃত্বে এদিন আইজিডিসি ক্রেফলাট প্রকল্পের আওতাধীন গ্রামবাসীদের জন্য মৎস্য কার্যক্রম সংক্রান্ত একদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। আমবাসার পিআরটিআই-তে অনুষ্ঠিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধলাইয়ের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ডিপিডি) মিসেস সঙ্গীতা আভা কাটাল, আইএফএস। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রীমা সাহা (পিএমএ), শ্রী তীর্থঙ্কর মজুমদার (সিনিয়র টেকনিক্যাল অফিসার), শ্রীমতী মীরা পাল (মৎস্য আধিকারিক), শ্রী নবজ্যোতি সরকার (টেকনিক্যাল অফিসার), মি. কে. দারলং (আরও, সেলেমা) এবং মি. অমিত ত্রিপুরা (আরও, দুর্গা চৌমুহনী)। পাশাপাশি বনদপ্তর এবং আইজিডিসি ক্রেফলাট প্রকল্পের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন। প্রশিক্ষণ সেশনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। বিশেষজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের আওতায় নির্মিত চেক ড্যামে মৎস্যচাষের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন। তারা কীভাবে সঠিকভাবে মাছ চাষ করা যায়, উৎপাদন বৃদ্ধি করা যায় এবং টেকসই পদ্ধতিতে এই কার্যক্রম চালানো সম্ভব সে বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের মৎস্য কার্যক্রমের সূক্ষ্ম দিকগুলি সহজভাবে ব্যাখ্যা করে দেন এবং প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে সহায়তা করেন। এই একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি প্রকল্প গ্রামবাসীদের জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে আরও দক্ষভাবে মৎস্যচাষে সম্পৃক্ত হতে পারবেন। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত হবে এবং জীবিকার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
নিঃসন্দেহে, এ কর্মসূচি ধলাই জেলার গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং টেকসই মৎস্যচর্চা গড়ে তোলার একটি বাস্তব উদাহরণ হয়ে থাকবে।

You may also like

Leave a Comment