Home » বাল্যবিবাহ প্রতিরোধে মহকুমা ভিত্তিক সেমিনার

বাল্যবিবাহ প্রতিরোধে মহকুমা ভিত্তিক সেমিনার

by admin

প্রতিনিধি কৈলাসহর:-জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং চাইল্ড হেল্প লাইনের যৌথ উদ্যোগে কুমারঘাট পিআরটিআই হলে অনুষ্ঠিত হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধে মহকুমা ভিত্তিক সেমিনার।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য জ্যোতির্ময় পাল।এছাড়া উপস্থিত ছিলেন কুমারঘাটের মহকুমা শাসক এনএস চাকমা,মহকুমা চিকিৎসা আধিকারিক ডক্টর সুচরিত চাকমা,সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা,ফটিকরায় থানার ওসি নন্দন দাস সহ অন্যান্যরা।মূলত চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড প্রেগনেন্সি ও চাইল্ড ট্রাফিকিং এর উপর গুরুত্বারোপ করা হয়েছে।উক্ত কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা।পরিসংখ্যানে উঠে আসে ভারতবর্ষের মধ্যে বাল্যবিবাহ এবং টিনেজ প্রেগনেন্সিতে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা।তার মধ্যে রাজ্যের আটটি জেলার মধ্যে ঊনকোটি জেলায় এখন অব্দি ৬ শতাধিক প্রেগন্যান্সি হয়েছে।তার মধ্যে ৪ শতাধিক ডেলিভারি করানো হয়েছে। এই ভয়ানক তথ্য সামাজিকভাবে চিন্তার ভাঁজ ফেলছে দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের মধ্যে।এই সমস্যা প্রতিরোধের লক্ষ্যে এক সপ্তাহ পূর্বে কৈলাসহর সার্কিট হাউসে চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড ট্রাফিকিং এর উপর জেলাভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সেখানে টিসি পিসিআর এবং এন সিপিসিআর এর সর্বোচ্চ আধিকারিকরা উপস্থিত ছিলেন।আজকের এই কর্মসূচি থেকে উদ্বোধনী ভাষণে জেলা সভাধিপতি বলেন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং চাইল্ড লাইন সহ পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসনের সম্মিলিত উদ্যোগেই বাল্যবিবাহ প্রতিরোধ এবং প্রেগনেন্সি রোধে সচেতনতা মূলক কর্মসূচির উপর জোর দেওয়ার প্রস্তাব রাখেন তিনি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হয়েছে।এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন লিগ্যাল চাইল্ড প্রভেশন অফিসার সাগরদ্বীপ মালাকার,কুমারঘাট থানার সাব-ইন্সপেক্টর অজয় সাহা ও চাইড লাইন কোর্ডিনেটর কুন্তলা সিনহা।

You may also like

Leave a Comment