Home » বিশালগড়ে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

বিশালগড়ে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২১ জুন।। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার বিশালগড় মহকুমার তিনটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ১০ম বিশ্ব যোগা ও পরিবেশ দিবস পালন করা হয়। বুনিয়াদী শিক্ষা দফতর এর উদ্যোগে ও বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগিতায় বিশালগড় মহকুমার কলকলিয়া উচ্চ বিদ্যালয়, বিশালগড় টাউন গার্লস দ্বাদশ শ্রেণি বিদ্যালয় ও বিশালগড় দ্বাদশ শ্রেনি বিদ্যালয়ে পর্যায়ক্রমে দুপুর ১১ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে অনুষ্ঠান সংগঠিত হয়। অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কমিটির কনভেনার মনোজ রায়, সদস্য আবদুল হক, সিপাহীজলা জেলা কমিটির কনভেনার দেবপ্রসাদ ভট্টাচার্য্য, বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা, কলকলিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এম. সির চেয়ারম্যান রাধামনি সিনহা, বিশালগড় টাউন গালর্স দ্বাদশ বিদ্যালয়ের ইকো ক্লাবের কনভেনার অংশুমান দেববর্মা সহ তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা। তিনটি বিদ্যালয়েই ১৫টি করে ফুল ও ফলের চারা রোপণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রত্যেকেই ছাত্রছাত্রীদের যোগা করার ও বৃক্ষরোপনের উপর গুরুত্বারোপ করেন ।

You may also like

Leave a Comment