Home » বিশ্ব সংগীত ও যোগা দিবস পালন হয় উদয়পুরে টাউন হলে

বিশ্ব সংগীত ও যোগা দিবস পালন হয় উদয়পুরে টাউন হলে

by admin

প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় ও তথ্যসংস্কৃতি দপ্তর এবং উদয়পুর পৌর পরিষদের সহযোগিতায় বিশ্ব সংগীত দিবস এবং বিশ্ব যোগা দিবস উদযাপন করা হয় উদয়পুর টাউনহলে. তাছাড়া কৃতি ও গুণীজনদের সংবর্ধনা করা হয় এ দিন l মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায় । এছাড়া ছিলেন , রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য মনোজিৎ ধর , বিশিষ্ট সমাজ সেবক ত্রিদীপ কান্তি দাস , তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুমন দাস সহ প্রমূখ । এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন , মানুষের জীবনের সাথে সংগীত ও যোগা সব সময় জড়িত। প্রাচীন কাল থেকেই যোগা এ ভারতবর্ষে ঋষি মুনিরা পরম্পরাগত করে এসেছে এবং বিভিন্ন সময় যুগের সাথে পাল্লা দিয়ে এই যোগাসন গোটা দেশে বিভিন্ন রকম ভাবে ছড়িয়ে পড়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারত সরকার বিশ্ব যোগা দিবস হিসাবে তাকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছে দেশের প্রধানমন্ত্রী। অপরদিকে আজ বিশ্ব সংগীত দিবস। এ দিবসকে কেন্দ্র করে সংগীত জগতের সাথে জড়িত ছোট থেকে বড় সমস্ত অংশের মানুষ আজ এ সংগীতকে নানাভাবে পালন করে গিয়েছে গোটা দেশ জুড়ে। এর থেকে বাদ যায়নি গোমতী জেলার উদয়পুর মহকুমা। আগামী দিনেও বিশ্ব যোগা দিবস এবং সংগীত দিবস পালন করা হবে যথাযথভাবে। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংগীত প্রেমী সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো সেইসাথে বিভিন্ন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং ছোট বড় সংগীত প্রেমী সকল অংশের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বিভিন্ন স্থান অধিকারীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

You may also like

Leave a Comment