উদয়পুর প্রতিনিধি : বুধবার ছিল সর্বভারতীয় কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর জন্মদিন । ৫৪ বছরের পা দিয়েছেন রাহুল গান্ধী । এদিন দুপুরে রাহুল গান্ধীর জন্মদিন পালন করা হয় দিল্লি কংগ্রেসের সদর দপ্তরে। ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকা অর্জুন খারগে সহ প্রথম সারির কেন্দ্রীয় নেতৃত্বরা। জন্মদিন কে কেন্দ্র করে ত্রিপুরার উদয়পুর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে জন্মদিন কে স্মরণীয় করে রাখার জন্য জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল , উদয়পুর ,কাকারা বন ও বাগমা ব্লক কংগ্রেসের সভাপতিসহ ব্লক যুব কংগ্রেসের সভাপতিরাও এদিন ছিলেন বৃক্ষরোপণ অনুষ্ঠানে । গোটা বৃক্ষরোপণ অনুষ্ঠানটি ভারী বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন রাহুল গান্ধীর জন্মদিন কে এক পরিবেশ প্রেমী রূপ হিসেবে তুলে ধরা হয় যুব কংগ্রেসের উদ্যোগে।
80