Home » মৎস্য দপ্তরের সরকারি পুকুরে মাছের মড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী

মৎস্য দপ্তরের সরকারি পুকুরে মাছের মড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-মৎস্য দপ্তরে সরকারি পুকুরে মাছের মড়কে দুর্গন্ধ ছড়িয়েছে এলাকায় । ঘটনা উদয়পুর অমর সাগর পশ্চিম পাড় এলাকায় । ঘটনার বিবরণে জানা যায় , রবিবার দুপুরে অমর সাগর পশ্চিম পাড় এলাকায় মৎস্য তত্ত্বাবধায়কের অফিসের অধীনে থাকা দুইটি সরকারি পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছের মৃত্যু ঘটানো হয় ।‌ এর ফলের বিকেল থেকেই বহু মানুষ অনায়াসে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায় । কিন্তু সোমবার সকাল হতেই সম্পূর্ণ পুকুরের মধ্যে ছোট-বড় বহু মাছ পুকুরে জলের উপর ভেসে ওঠে । এর ফলে দুর্গন্ধ বের হয় গোটা এলাকা জুড়ে । পুকুরটিকে পরিষ্কার করা হয়নি দপ্তর থেকে। ফলে মৃত্যু হয় পুকুরে আসা এলাকার বিভিন্ন মানুষের গৃহপালিত হাঁসের । এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে এলাকাবাসীরা। তারা রীতিমতো স্তম্ভিত গোটা এলাকার মানুষ । মুহূর্তের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৎস্য দপ্তরের সহ অধিকর্তা সুজিত সরকার ও মৎস্য দপ্তরের আধিকারিক যদুলাল সাহা । কিন্তু প্রশ্ন উঠছে কেন দপ্তর থেকে এলাকাবাসীদের কে জানানো হয়নি যে সরকারি পুকুরে মাছ নিধন করা হবে বিষ ঢেলে। ‌ তাদের গৃহপালিত হাঁস যেন পুকুরে না আসে। এই ধরনের কোন বিজ্ঞপ্তি জারি হয়নি এলাকায়। আর এর ফলে ঘটে যায় বড় ধরনের বিপত্তি। পরবর্তী সময় এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ে মৎস্য দপ্তরের আধিকারিকরা জানান , সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে সেসব ক্ষতি কিভাবে লাগু করা যায় সেই বিষয়ে দপ্তর সম্পূন্ন বিষয়টি দায়িত্ব সহকারে দেখছে এবং তিনি স্বীকার করেন দপ্তরের গাফিলতির জেরে এই ধরনের ঘটনা হয়েছে । গোটা ঘটনায় অমর সাগর পশ্চিম পাড় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং সাথে চাপা ক্ষোভ ছড়িয়েছে মৎস্য দপ্তরের বিরুদ্ধে এলাকার জনগণের মধ্যে ।

You may also like

Leave a Comment