Home » উত্তর লক্ষ্মীলুঙ্গায় রাবার বাগান এবং কালী প্রতিমাতে আগুন

উত্তর লক্ষ্মীলুঙ্গায় রাবার বাগান এবং কালী প্রতিমাতে আগুন

by admin

প্রতিনিধি মোহনপুর:-মঙ্গলবার গভীর রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর লক্ষীপুরঙ্গা এলাকায় রাবার বাগানে আগুন দেওয়ার পাশাপাশি কালী প্রতিমাতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে ঘটনা স্হলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ এলাকার বেশ কিছু দুষ্কৃতীরা এই ঘটনা সংঘটিত করাতে পারে।
বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত উত্তর লক্ষ্মীবাঙ্গা এলাকায় বুধবার গভীর রাতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে রাবার বাগানে। স্থানীয়রা ছুটে গিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে এই এলাকাতে একটি গাছের নিচে থাকা কালী প্রতিমাতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। স্থানীয়রা রাবার বাগানের আগুন নিভিয়ে ফিরে এসে দেখেন কালী প্রতিমাতে আগুন লাগানো। এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন স্থানীয়রা । রাতেই ঘটনা খবর পেয়ে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। গ্রামবাসী দাবি করেন এই ঘটনাকে কেন্দ্র করে যারাই জড়িত রয়েছে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার।

You may also like

Leave a Comment