
প্রতিনিধি, উদয়পুর :-
স্ত্রীর সাথে ঝগড়া করে নিজ বসত ঘরে আগুন লাগালো স্বামী । ঘটনা বাগমা কমলা সাগর পূর্ব বগাবাসা গ্রামে। বিশ্বস্ত সূত্রে জানা যায় , সকাল থেকেই স্বামী তপন পাল তার স্ত্রীর সাথে পারিবারিক বিবাদ চলে আসছিল । একটা সময় বিবাদ এতটাই বড় আকার ধারণ করে বিলোনিয়া থেকে স্ত্রীর বাপের বাড়ির লোকজন মেয়ের শ্বশুর বাড়িতে ছুটে এসে মেয়েকে বিলোনিয়ায় নিয়ে যায় । কিন্তু তারপরেও বিবাদ মেটেনি । পরবর্তী সময় সোমবার বিকেল চারটা নাগাদ নিজ বসত ঘরে আগুন ধরিয়ে দেয় তপন পাল । অগ্নিকাণ্ডের ঘটনার জেরে ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুরে ছাই হয়ে যায় । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বসত ঘরে । পরে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে একটি দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আগুন নেভানোর জন্য । দীর্ঘ আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে উদয়পুর দমকল দফতরের কর্মীরা । গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় বগাবাসা জুড়ে ।