175
ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগরের দীঘল বাগ চৌহনিতে স্বপন নাথ নামে এক ব্যক্তি একটি ব্যাগ পেয়ে ধর্মগ্রন্থখানা হাতে তুলে দেয়। ব্যাগের মধ্যে একটি ব্লুটুথ একটি মোবাইল কিছু বাংলাদেশি টাকা এবং ইউরো পাওয়া যায়। এত সময় অপেক্ষার পরও এই ব্যাগের মালিকানা কেউ দাবি না করায় একটা চাঞ্চলের সৃষ্টি হয়েছে এই ব্যাগকে কেন্দ্র করে।