Home » উত্তর জেলার ধর্মনগর মহকুমার শ্রীপুর স্থিত জ্ঞান মন্দির শিক্ষা প্রতিষ্ঠানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

উত্তর জেলার ধর্মনগর মহকুমার শ্রীপুর স্থিত জ্ঞান মন্দির শিক্ষা প্রতিষ্ঠানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

by admin

ধর্মনগর
শনিবার সকাল ১১ টায় উত্তর জেলার ধর্মনগর মহকুমার শ্রীপুর স্থিত জ্ঞান মন্দির শিক্ষা প্রতিষ্ঠানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন ১৩ই মে ছিল শ্রী শ্রী রবি শংকরের ৬৮ তম জন্ম দিবস । এই ৬৮ তম জন্মদিবস কে কেন্দ্র করে শ্রীপুরস্থিত জ্ঞান মন্দিরে ইন কানেকশন উইথ আর্ট অফ লিভিং প্রোগ্রাম এর মধ্য দিয়ে ১৪ মে থেকে ২০ মে ৭ দিন ব্যাপী ইয়থ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শেষ দিনে অনুষ্ঠিত হয় আর্ট অফ লিভিং প্রোগ্রামে অংশগ্রহণকারী সদস্য সদস্যা এবং অন্যান্য উপস্থিত সদস্যদের দ্বারা এক রক্তদান শিবির। রক্তদান শিবিরে মোট ২২ জন সদস্য সদস্যা স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি চম্পু সোম , সহ-সভাপতি দেবব্রত নাথ এবং সদস্যা কাকলি রাউত। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ এন এইচ ভৌমিক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

You may also like

Leave a Comment