Home » সেকেরকোট বাজারের উন্নয়নে আন্তরিক বিধায়ক

সেকেরকোট বাজারের উন্নয়নে আন্তরিক বিধায়ক

by admin

প্রতিনিধি, বিশালগড় ,।। কমলাসাগর বিধানসভার সেকেরকোট বাজারের সার্বিক উন্নয়নের কাজ শুরু হবে। প্রায় শতবর্ষ পুরনো সেকেরকোট বাজার বঞ্চনার শিকার হয়েছে। বিগত সরকার এই বাজারের উন্নয়নে উদাসীন ছিল। বাজারটি যেমন পুরনো তেমনি সুপরিচিত । সেকেরকোট বাজারটি কমলাসাগর বিধানসভার অন্তর্গত। ত্রিশ বছর সিপিএমের দখলে ছিল কমলাসাগর। কিন্তু কোন কাজ করেনি। তেইশে বিজেপি প্রার্থী অন্তরা দেব সরকার জয়লাভ করে। নবনির্বাচিত বিধায়ক অন্তরা দেব সরকারের কাছে এই বাজারের সার্বিক উন্নয়নের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। বুধবার নবনির্বাচিত বিধায়ক অন্তরা দেব সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করে সেকেরকোট বাজারের ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বিধায়ক অন্তরা দেব সরকার ছাড়াও উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমীর রঞ্জন ঘোষ, কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী , প্রবীণ ব্যবসায়ী সুধীর চন্দ্র দাস, হরেন্দ্র দাস প্রমুখ। পুষ্পস্তবক এবং উপহার দিয়ে নবনির্বাচিত বিধায়ক অন্তরা দেব সরকারকে সংবর্ধিত করা হয়। আশ্চর্যের বিষয় এতো প্রাচীন বাজারে শেড ঘর নেই। জল নিষ্কাশনের ড্রেইন নেই। মাছ মাংস শুকনো মাছ সবজি ব্যবসায়ীরা দুর্ভোগ পোহাচ্ছে। জরাজীর্ণ বাজারকে আধুনিক মানের বাজার হিসেবে গড়ে তোলার দাবি জানান ব্যবসায়ীরা। এই দাবির প্রতি সহমত প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বিধায়ক অন্তরা সরকার দেব। এছাড়া এদিন কমলাসাগর বিধানসভার দেবিপুর গ্রাম পঞ্চায়েতের সেচ প্রকল্প সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন বিধায়ক অন্তরা দেব সরকার। মহকুমা শাসক বিনয় ভূষণ দাসকে সঙ্গে নিয়ে সেখানকার স্যুইচ গেইট সহ কয়েকটি বিষয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেন।

You may also like

Leave a Comment