Home » ছত্তীসগঢ়ে পুলিশকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন, মাওবাদীদের দিকে সন্দেহের তির

ছত্তীসগঢ়ে পুলিশকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন, মাওবাদীদের দিকে সন্দেহের তির

by admin

পুলিশের হেড কনস্টেবলকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে খুন করল ৪ জন। সোমবার এই ঘটনা ঘটেছে ছত্তীসগঢ়ের বিজাপুরের বেলচর গ্রামে। পুলিশের সন্দেহ, এই খুনের পিছনে রয়েছেন মাওবাদীরা। শুরু হয়েছে ঘটনার তদন্ত।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মণিরাম ভেট্টি নামে পুলিশের ওই হেড কনস্টেবল ছুটিতে ছিলেন। তিনি গিয়েছিলেন তাঁর এক আত্মীয়ের বাড়ি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মণিরামকে রবিবার রাত ২টো নাগাদ ঘুম থেকে তুলে নিয়ে যায় ৪ জন। পরে মণিরামের দেহ উদ্ধার হয় বাড়ির কাছেই। তাঁর দেহে একাধিক ক্ষত রয়েছে।পুলিশের একটি সূত্র বলছে, ৪ দিনের ছুটিতে ছিলেন মণিরাম। তিনি থাকতেন গেদাম এলাকায়। নিযুক্ত ছিলেন দান্তেওয়াড়ায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছেন মাওবাদীরা। তবে ঘটনাস্থল থেকে কোনও মাওবাদী পোস্টার বা পত্রিকা মেলেনি বলেও জানিয়েছে পুলিশ।

You may also like

Leave a Comment