Home » অর্থনীতিতে ‘অল ইজ় ওয়েল’ হলে শিল্পমহল লগ্নি করছে না কেন! মোদী সরকারকে নিশানা করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম 

অর্থনীতিতে ‘অল ইজ় ওয়েল’ হলে শিল্পমহল লগ্নি করছে না কেন! মোদী সরকারকে নিশানা করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম 

by admin

অর্থনীতিতে ‘অল ইজ় ওয়েল’ হলে শিল্পমহল লগ্নি করছে না কেন! মোদী সরকারকে নিশানা করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম আজ সংসদে এই প্রশ্ন ছুড়েছেন। তাঁর অভিযোগ, মোদী সরকার শিল্পমহল বা কর্পোরেট জগৎকে বিপুল পরিমাণ কর ছাড় দিয়েছে। মোদী সরকার ক্ষমতায় আসার আগে সরকারের মোট কর বাবদ আয়ের ৩৪ শতাংশ আসত কর্পোরেট কর থেকে। এখন তা কমে ২৬ শতাংশ হয়েছে। যার অর্থ, কেন্দ্রীয় সরকারের মোট কর বাবদ আয়ের ৭৪ শতাংশ আসছে মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্তের থেকে আদায় করা আয়কর, উৎপাদন শুল্ক, জিএসটি, পেট্রল-ডিজ়েলের উপরে কর, সেস থেকে। শিল্পমহলকে উপহার হিসেবে অন্তত আড়াই লক্ষ কোটি টাকার কর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কর্পোরেট জগৎ লগ্নি করছে না।শিল্পমহল কেন লগ্নি করছে না, তা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও প্রশ্ন তুলেছিলেন। কর্পোরেট কর্তারা রামায়ণের হনুমানের মতো নিজের ক্ষমতা সম্পর্কে দ্বিধাগ্রস্ত কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। সে দিকে ইঙ্গিত করে আজ রাজ্যসভায় চিদম্বরম বলেন, “অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বণিকসভায় গিয়ে শিল্পকর্তাদের লগ্নি করতে বলছেন। যদি স্বর্গে ঈশ্বর থাকেন, বিজেপি ক্ষমতায় থাকে, লগ্নির মনোরম আবহ থাকে, যদি ‘অল ইজ় ওয়েল’ হয়, তা হলে আড়াই লক্ষ কোটি টাকা কর ছাড় পেয়ে শিল্পমহল লগ্নি করছে না কেন?”

You may also like

Leave a Comment