Home » ফেসবুকের অভিভাবক সংস্থা মেটার নতুন সেনাপতি হিসাবে ভারতের দায়িত্ব নেবেন

ফেসবুকের অভিভাবক সংস্থা মেটার নতুন সেনাপতি হিসাবে ভারতের দায়িত্ব নেবেন

by admin

ফেসবুকের অভিভাবক সংস্থা মেটার নতুন সেনাপতি হিসাবে ভারতের দায়িত্ব নেবেন। এর আগে বহু বড় বড় সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন সন্ধ্যা দেবনাথন। এ বার ভারতে ফেসবুকের দায়িত্ব সামলাবেন তিনিই। নতুন বছরের প্রথম দিন থেকেই ওই পদের দায়িত্ব নেবেন তিনি। চলতি মাসের শুরুতেই ভারতে ফেসবুক প্রধানের দায়িত্ব থেকে ইস্তফা দেন অজিত মোহন। তার পরেই বৃহস্পতিবার নতুন সেনাপতির নাম ঘোষণা করল মেটা।

২০০০ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন সন্ধ্যা। এর পর ২২ বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাঙ্কিং এবং প্রযুক্তি সংস্থায় শীর্ষ পদে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে মেটায় যোগ দেন সন্ধ্যা। সিঙ্গাপুর এবং ভিয়েতনামে এই সমাজ মাধ্যমকে জনপ্রিয় করার কাজে মন দেন। তার পর ধীরে ধীরে গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফেসবুকের কাজকর্ম দেখার দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে।

You may also like

Leave a Comment