130
এ বার জেডি (ইউ) প্রধানকে কটাক্ষ করে তাঁর প্রাক্তন রাজনৈতিক সতীর্থের মন্তব্য, ‘‘এ বার নীতীশ কুমার ঘেরাও হবেন।’’ এমনকি, অন্যদের নিয়ে তিনিও মুখ্যমন্ত্রীকে ঘেরাও করবেন বলে জানালেন পিকে।
বিহারে বেকারত্ব সমস্যা নিয়ে ধারাবাহিক ভাবে নীতীশ সরকারকে একহাত নিচ্ছেন এই ভোটকুশলী। এ বার তিনি জানালেন প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে মানুষের কাছে জবাবদিহি করতে হবে বিহারের মুখ্যমন্ত্রীকে। পিকের কথায়, ‘‘প্রতিশ্রুতি মাফিক ১০ লক্ষ বেকারের কর্মসংস্থান না করতে পারলে ঘেরাও হবেন নীতীশ।’’ পিকের দাবি, বিহারের যুবক-যুবতীও ছেঁকে ধরবেন মুখ্যমন্ত্রীকে