মিছিল আহ্বানের দায়িত্ব পড়েছে মহিলা মোর্চার ওপর। এর আগে তারা এই নিয়ে জেলায় জেলায় জাতীয় পতাকা হাতে মিছিল করেছে। তৃণমূল অবশ্য এই মিছিলকে গুরুত্ব দিতে চায়নি। বরং তারা মন্ত্রী বিরবাহা হাঁসদা নিয়ে করা মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাওয়ার দাবি করেছে।
সব ঠিক থাকলে সোমবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে মহিলা মোর্চা। সংগঠনের রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী বলেন, “অখিল গিরি একজন মহিলা এবং জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী সম্পর্কে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, তার প্রতিবাদে এই মিছিল। সেই সঙ্গে রাজ্য বেড়ে চলা নারী নির্যতন, দুর্নীতি এবং চাকরিপ্রার্থীদের অবস্থানের ৬১৫ দিনের কথা মাথায় রেখে আমরা মিছিল করব।” তাঁর দাবি, “আমরা রানী রাসমণি পর্যন্ত মিছিল করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ জানিয়েছে সেখানে পৃথক কর্মসূচি আছে। তাই যতদূর তারা মিছিল যেতে দেবে আমরা সেই পর্যন্তই যাব।”