Home » ক্রিকেট খেলতে আসাম যাচ্ছে সিপাহীজলার মেয়েরা

ক্রিকেট খেলতে আসাম যাচ্ছে সিপাহীজলার মেয়েরা

by admin
  • প্রতিনিধি, বিশালগড় , ২০ মার্চ।। আসাম রাজ্যের গোয়ালপাড়ায় আয়োজিত মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে রাজ্য ত্যাগ করেছেন সিপাহীজলা প্লে সেন্টারের মেয়েরা। আগামী ২৩ শে মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। ২৬ শে মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মেয়েদের এই টুর্নামেন্টে দিল্লি, শিলিগুড়ি, কলকাতা সহ ছয়টি দল অংশ নিয়েছে। ত্রিপুরা রাজ্য থেকে সিপাহীজলা প্লে সেন্টার এই টুর্নামেন্ট অংশ নিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার ট্রেনে আসামের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিপাহীজলা প্লে সেন্টারের ক্রিকেটাররা। দলের কোচ সৈকত লস্কর, ম্যানেজার সুকান্ত ঘোষ এবং সুপ্রভা সরকার ক্রিকেট টিমকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা দিয়েছেন। এদিন বিকালে রাজ্যের বাইরে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের শুভেচ্ছা জানান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন নেশা মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে খেলাধুলা। এক্ষেত্রে সিপাহীজলা প্লে সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

You may also like

Leave a Comment