Home » গোরক্ষনাথ আশ্রমে প্রাঙ্গণ স্বচ্ছতা

গোরক্ষনাথ আশ্রমে প্রাঙ্গণ স্বচ্ছতা

by admin

প্রতিনিধি কমলাসাগর –

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহব্বানে আগামী ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন কে কেন্দ্র করে সারা দেশব্যাপী প্রত্যেকটা মন্দির আশ্রম প্রাঙ্গণ স্বচ্ছতা এবং পরিচ্ছন্ন করার উদ্যোগে বৃহস্পতিবার বিশালগড় মহকুমার উত্তম ভক্ত চৌমুহনি স্থিত গুরু গোরক্ষনাথ আশ্রমে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহার উদ্যোগে স্বচ্ছ তীর্থ অভিযানের আয়োজন করা হয়। উক্ত স্বচ্ছ তীর্থ অভিযানে উপস্থিত ছিলেন গুরু গৌরক্ষনাথ আশ্রমের মহারাজ যোগী রোটাস নাথ। হটিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জোহর সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপস্থিত নেতৃত্বরা জানান ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা কে কেন্দ্র করে সারা দেশব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে যেভাবে প্রত্যেকটা মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে সেই কাজে আমরা ব্রতী হয়েছি। পাশাপাশি রাজ্যবাসীর কাছে আহ্বান রাখেন অন্যান্য মন্দির প্রাঙ্গণ গুলি সহ জনবহুল এলাকা এবং নিজে নিজে বাড়ি ঘর অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রাখা সেই সাথে ২২ শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিনে যেন প্রত্যেকে নিজ নিজ গড়ে পাঁচটি করে প্রদীপ প্রজনন করেন।

You may also like

Leave a Comment