
ধর্মনগর
১৮ ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুল এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান । বিকাল ৫ঃ৩০ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলন ও বৃক্ষে জল অর্পণের মধ্য দিয়ে শুভারম্ভ করেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, চন্দ্রপুর গাঁও পঞ্চায়েতের প্রধান ঝুমা সূত্রধর, সমাজসেবী শ্যামল নাথ, নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুলের অধ্যক্ষ শশাঙ্ক শেখর দাস এবং বিদ্যালয় পরিচালন কমিটির প্রেসিডেন্ট ডঃ রজত ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট দেবব্রত চক্রবর্তী, সেক্রেটারি দেবময় ভট্টাচার্য এবং ট্রেজারার রাহুল বন্দোপাধ্যায়। প্রথমার্ধের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত সরস্বতী বন্দনার মধ্য দিয়ে রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠানের সুচনা হয়। একে একে অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের দ্বারা গণেশ বন্দনা, হঝা গিরি নৃত্য, বিবেকানন্দ বন্দনা, মনিপুরী নৃত্য, বিহু নিত্য, গণেশ বন্দনা এবং লোকনৃত্য । সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিভিন্ন জাতি গোষ্ঠীর সংস্কৃতিকে অবলম্বন করে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সংগীত শিক্ষক সুব্রত চক্রবর্তী এবং নিত্য শিক্ষিকা অনিন্দিতা দাস।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২২ – ২৩ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের নার্সারি বিভাগ থেকে একাদশ শ্রেণির পর্যন্ত ছাত্রছাত্রীদের পঠনপাঠন বিষয়ক পারদর্শিতা মূল্যায়ন করে প্রথম ,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয। উদ্ভোধক তার বক্তব্যের শুরুতেই নর্থ পয়েন্ট টুয়েল্ভ ক্লাস স্কুলের এরুপ উদ্যোগের ভূয়োষী প্রশংসা করেন। তিনি আরো বলেন বর্তমানে আমাদের ধর্মনগর মহকুমায় সরকারি এবং বেসরকারি ২৮ টি সিবিএসসি মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। ৫৬ ধর্মনগর বিধানসভা এলাকার মধ্যে রয়েছে প্রায় ১৩ টি, এর মধ্যে নর্থ পয়েন্ট একটি । ধর্ম নগরে দীর্ঘদিন থেকে একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য দাবি করে আসছেন এবং বর্তমানেও সেই দাবিতে তিনি আন্দোলন করে যাচ্ছেন । বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমুল উন্নয়ন সাধনের প্রসঙ্গ তুলে ধরেন । বিদ্যালয়ের অধ্যক্ষ শশাঙ্ক শেখর দাস বিদ্যালয় এর সামগ্রিক পরিকাঠামো, বিদ্যালয়ের পঠন পাঠন ব্যবস্থা, উন্নত ল্যাব সহ বিদ্যালয়ে সিবিএসসি অনুমোদিত পরিকাঠামো ও সুব্যবস্থার কথা তুলে ধরেন। সবশেষে বিদ্যালয় এর পরিচালন কমিটির সেক্রেটারি দেবময় ভট্টাচার্যের ধন্যবাদ সূচক বক্তব্যের মধ্য দিয়ে সকল স্তরের অভিভাবক- অভিভাবিকা, ছাত্রছাত্রী, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠিত মনোরম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।