Home » মন্ত্রির উপস্থিতিতে পিলাক প্রত্ন পর্যটন উৎসবের প্রস্তুতি।

মন্ত্রির উপস্থিতিতে পিলাক প্রত্ন পর্যটন উৎসবের প্রস্তুতি।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি : আগামী জানুয়ারী মাসের ১৯, ২০,২১ তারিখ অনুষ্ঠীত হতেযাচ্ছ পিলাক প্রত্ন পর্যটন উৎসব। সোমবার পশ্চিম পিলাক দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে এই মেলাকে কেন্দ্র করে এক আলোচনাসভা অনুষ্ঠীত করাহয়। বিগতদিনে আলোচনা সভায় ৯, ১০ ,১১ ই জানুয়ারী মেলার দিনক্ষন সিদ্বান্ত হয়েছে। রাজ্যো এই সময় বিধানসভা অধিবেশন বসবে। তাই মেলাতে আমন্ত্রিত মন্ত্রী, বিধায়ক উপস্থিত থাকতে পারবেনা। তাই সকলের উপস্থিতিতে মেলা অনুষ্ঠীত করার লক্ষ্যে আজকের এই আলোচনার মধ্যদিয়ে মেলার দিনক্ষন পরিবর্তন করাহয়। আগামী মাসের ১৯, ২০, ২১ তারিখ অনুষ্ঠীত হবে পিলাক প্রত্ন পর্যটন উৎসব ২০২৪ । আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, জোলাইবাড়ীর বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা। আজকের এই আলোচনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য।

You may also like

Leave a Comment