Home » যুবরাজনগর ব্লক ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হলো শনিবার।

যুবরাজনগর ব্লক ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হলো শনিবার।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
শনিবার ধর্মনগর মহকুমার যুবরাজনগর ব্লক ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হলো। উদ্যোক্তা যুবরাজনগর আর ডি ব্লক এবং যুব ও ক্রিয়া দপ্তর । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক যাদব লাল দেবনাথ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, যুবরাজ নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ সহ অন্যান্যরা। জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস বলেন ভারত যুব সমাজের উপর নির্ভর করে এগিয়ে চলেছে। ভারতবর্ষে ৭০ শতাংশ যুব সমাজ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলেছেন কোন বিষয়ে ৪ নম্বরে কোন বিষয়ে তিন নম্বরে আবার কোন কোন বিষয়ে কখনো দুই নম্বর বা ১ নম্বরে ভারতবর্ষ পৃথিবীর বুকে স্থান করে নিয়েছে। সারা পৃথিবী এখন তাকিয়ে রয়েছে ভারতবর্ষের দিকে। আজকের যে ব্লক ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হলো এই উৎসবের মাধ্যমে এলাকার যুবকরা তাদের প্রতিভার জানান দেবে। যুবকরা যাতে সব ধরনের সুবিধার মাধ্যমে নিজেদের প্রতিভার জানান দিতে পারে তার জন্য রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

You may also like

Leave a Comment