Home » আবার অশান্ত মণিপুর, ধৃত পাঁচ যুবকের মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টা বন্‌ধ ডাকল মেইতেইদের মহিলা গোষ্ঠী

আবার অশান্ত মণিপুর, ধৃত পাঁচ যুবকের মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টা বন্‌ধ ডাকল মেইতেইদের মহিলা গোষ্ঠী

by admin

অস্ত্র-সহ ধরা পড়েছিলেন পাঁচ যুবক। তাঁদের মুক্তির দাবিতে আবার উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। মেইতেইদের মহিলা গোষ্ঠী মেইরা পেইবি এবং পাঁচটি ক্লাব মঙ্গলবার রাজ্য জুড়ে ৪৮ ঘণ্টার বন্‌ধের ডাক দিল। মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ইম্ফলে এই বন্‌ধের ভাল প্রভাব পড়েছে। দোকান, বাজার বন্ধ। রাস্তাঘাটেও যান চলাচল খুব সীমিত।

শনিবার সশস্ত্র পাঁচ যুবককে গ্রেফতার করার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ছড়াতে শুরু করে। অল লাংথাবল কেন্দ্র ইউনাইটেড ক্লাব কো-অর্ডিনেটিং কমিটির সভাপতি ইয়ুমনাম হিটলার বলেন, “যে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে, তাঁরা গ্রামের স্বেচ্ছাসেবী। কুকি-জোদের হামলার হাত থেকে গ্রামবাসীদের বাঁচাতে তাঁরা রক্ষকের কাজ করেন। আমরা ওঁদের মুক্তি চাইছি।” নিরাপত্তাবাহিনী ঠিক মতো কাজ করছে না বলেও অভিযোগ তুলেছেন হিটলার। তাঁর হুঁশিয়ারি, সরকার যদি ওই যুবকদের না ছাড়ে, তা হলে প্রতিবাদ আরও জোরদার হবে।

You may also like

Leave a Comment