সংসদের পুরনো ভবনকে বিদায় জানিয়ে মঙ্গলবার নতুন ভবনে প্রথম অধিবেশন শুরু হল। অধিবেশনের শুরুতে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর পেশ করা হল মহিলা সংরক্ষণ বিল। বিল পেশের সময় হট্টগোল বিরোধীদের।হই-হট্টগোলের জেরে বুধবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন। মহিলা সংরক্ষণ বিল নিয়ে মন্তব্য করতে চাইলেন না রাহুল গান্ধী। মঙ্গলবার সংসদের বাইরে সংবাদমাধ্যমে কংগ্রেস সাংসদ বলেন, ‘‘এখনই মন্তব্য করব না।’’