Home » ভারতে প্রবেশের আগে চেহারা এবং পোশাক নিয়ে পরিকল্পনা করেন সীমা! জানাচ্ছে গোয়েন্দা সূত্র

ভারতে প্রবেশের আগে চেহারা এবং পোশাক নিয়ে পরিকল্পনা করেন সীমা! জানাচ্ছে গোয়েন্দা সূত্র

by admin

ভারতের প্রান্তিক মহিলাদের মতো সাজতে পেশাদার রূপটান এবং পোশাকশিল্পীদের সাহায্য নিয়েছিলেন ভারতে আসা পাক বধূ সীমা হায়দার! এমনটাই জানা গিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে। ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্র সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে জানিয়েছে, ভারতীয় প্রান্তিক মহিলাদের পোশাক, চেহারা এবং হাবভাব নিয়ে ওয়াকিবহাল ছিলেন না সীমা। আর সেই কারণেই ভারতে এসে প্রান্তিক ভিড়ে মিশে যেতে তিনি গ্রামীণ মহিলাদের মতো বেশভূষায় ভারতে প্রবেশ করেছিলেন। তার জন্য নাকি তিনি পেশাদার রূপটান এবং পোশাকশিল্পীদের সাহায্য নিয়েছিলেন। এমনকি, নিরাপত্তারক্ষীদের নজর এড়াতে সন্তানদেরও মানানসই পোশাক পরিয়েছিলেন তিনি।

গোয়েন্দা সূত্র ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, নেপালসীমান্তে মানব পাচার এবং যৌনপেশার সঙ্গে যুক্ত অনেক মহিলাই এক বিশেষ পদ্ধতিতে পোশাক পরেন। তা নিয়েও সীমা খোঁজখবর নিয়েছিলেন বলে তদন্তকারীদের সন্দেহ।

বিভিন্ন ভাষার উপর সীমার দক্ষতা নিয়েও সন্দেহ জাগছে তদন্তকারী সংস্থাগুলির মনে। নেপালে এসে গুপ্তচরবৃত্তির জন্য পাকিস্তানে এই ধরনের ভাষা প্রশিক্ষণ দেওয়া হয় বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা।

পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে সন্দেহের দায়রায় ‘পাক বধূ’ সীমা। তাঁর দাবি, তিনি ভারতীয় প্রেমিক সচিন মিনার টানেই পাকিস্তান ছেড়ে ভারতে এসেছেন। যদিও তাঁর পরিচয় এবং ভারতে আসার উদ্দেশ্য সন্দেহ জাগাচ্ছে উত্তরপ্রদেশ এটিএসের মনে। পাকিস্তানের সেনাবাহিনী এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে সীমার যোগ থাকতে পারে বলে অনুমান করছে এটিএস এবং আইবি।

You may also like

Leave a Comment