আপাত শান্ত মণিপুরে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সে রাজ্যের বিজেপি সরকার। তাই মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক হওয়ার পরেই রাজ্যের বেশ কিছু অঞ্চলে কার্ফু শিথিল করার সিদ্ধান্ত থেকে সরে এল সরকার। গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলগুলিতে কার্ফু শিথিল করা হয়েছিল। কিন্তু নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করার পরেই কার্ফু শিথিল করার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অন্য দিকে, বুধবার, বাদল অধিবেশন শুরুর ঠিক আগের দিন সংসদে মণিপুর নিয়ে আলোচনায় রাজি হল কেন্দ্রীয় সরকার।
এই প্রসঙ্গে কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, মণিপুরে গত দু’মাস ধরে চলা হিংসার সব কিছু নিয়ে আলোচনায় রাজি সরকার। সরকার এবং সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন মণিপুর হিংসা নিয়ে নীরব রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দলগুলি। অন্য দিকে, বুধবারই মণিপুরের একটি সংগঠন মিছিলের ডাক দিয়েছে। ইম্ফল বাজারের মহিলা ব্যবসায়ীদের নিয়ে তৈরি ওই সংগঠন রাজ্যে এনআরসির দাবি তুলেছে। মিছিল থেকে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়তে পারে, এমনটা আশঙ্কা করেই মূলত কুকি এবং মেইতেই অধ্যুষিত জেলাগুলিতে কার্ফুকে আবারও আঁটসাঁট করা হচ্ছে।