প্রতিনিধি, উদয়পুর :-
গত শুক্রবার রাতে উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দশটি দোকান ঘর । এর ফলে ক্ষতিগ্রস্ত হয় ছোট ব্যবসায়ীরা । ভয়ানক অগ্নিকাণ্ডের কথা জানতে পেরে রবিবার দুপুরে আগুনে ভস্মীভূত ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । সাথে উপস্থিত ছিলেন , উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও ভাইস চেয়ারম্যান প্রদীপ দাস সহ প্রমূখ । এদিন ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী সে সাথে কথা বলেন জায়গার মালিকের সাথে । কিভাবে এত বড় অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে গোটা বিশ্বের খোঁজখবর নেন মন্ত্রী । পরবর্তী সময় তিনি সকলকে আশ্বস্ত করেন প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে সকলকে । পাশাপাশি প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য । যেভাবে রাজার বাগ মোটর স্ট্যান্ডে বিজেপি ৩১ আর কেপুর যুব মোর্চার সাধারণ সম্পাদক রতন ঘোষের পারিবারিক দোকান গুলিতে আগুন ধরানো হয়েছে তাতে এখনো পর্যন্ত গোটা শহর জুড়ে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজারবাগ এলাকায় এই মোটরস্ট্যান্ডে যাতে দ্বিতীয়বার কোন দোকানে এই ধরনের অগ্নিকাণ্ড না ঘটে সেজন্য রাতে পুলিশি টহল এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।