Home » আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর সিপাহীজলা জেলা প্রশাসন

আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর সিপাহীজলা জেলা প্রশাসন

by admin

প্রতিনিধি, বিশালগড় , ১৯ ফেব্রুয়ারি ।। সিপাহীজলা জেলায় নির্বাচনপর্ব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু এরপর বিভিন্ন এলাকায় সংঘর্ষ ঘটছে। আইন শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান সিপাহীজলার জেলা শাসক। রবিবার দুপুরে সিপাহীজলা জেলা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে সিপাহীজলা জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ড: সন্দীপ আর রাথোড বলেন জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর জন্য তিনি সমস্ত ভোটারদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। জেলা নির্বাচন আধিকারিক জানান ৪ লাখ ১ হাজার ৭১৫ ভোটারের মধ্যে ভোটদান করেন ৩ লক্ষ ৫৭ হাজার ৪৭৫ জন। জেলায় ৮৮.৯৯ শতাংশ ভোটার ভোট দিয়েছে । গত নির্বাচন থেকে এবার পাঁচ শতাংশ ভোট বেড়েছে। জেলাতে সব থেকে বেশি ৯৬.৩৩ শতাংশ ভোট পড়েছে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ৯ নং দেবীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পোলিং স্টেশনে। সর্বনিম্ন ৭০.৩৪ শতাংশ ভোট পড়েছে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ১৫/৩৯ নং ফিশারী অফিস ভোটকেন্দ্রে। শান্তির পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক দলের নিকট আহ্বান জানান জেলা শাসক । সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ আধিকারিক বি জে রেড্ডি বলেন এবারের বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সবচেয়ে শান্তিপূর্ণভাবে হয়েছে। রাজ্যে ডিসেম্বর মাসে যে সমস্ত আরক্ষা বাহিনী এসেছে তা আরও কয়েকদিন থাকবে। জেলা পুলিশ আধিকারিক জানান শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন । ভোটের ফলাফল ঘোষণার পর যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার জন্য সকল রাজনৈতিক দলের নিকট আহবান জানান তিনি।

You may also like

Leave a Comment