Home » অঙ্কনের মাধ্যমে জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছে কৈলাসহরের মেয়ে মৌমিতা

অঙ্কনের মাধ্যমে জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছে কৈলাসহরের মেয়ে মৌমিতা

by admin

প্রতিনিধি কৈলাসহর:-সৃজনশীলতার বর্ণময় কর্মকাণ্ডে জাতীয়স্তরে রাজ্যের ও ঊনকোটি জেলার মুখ উজ্বল করেছে সংস্কৃতির শহরের মেয়ে মৌমিতা সরকার।ওড়িশ্যার ভুবনেশ্বরে ৩রা জানুয়ারী থেকে ৭ই জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সর্বভারতীয় কলা উৎসবে ত্রিপুরা রাজ্যের কৈলাসহরের মেয়ে মৌমিতা সরকার কনটেম্পোরারি মধুবনি ষ্টাইল আর্টে জাতীয় স্তরে সেরা দ্বিতীয় স্থান লাভ করেছে।এই প্রতিযোগিতায় দেশের প্রতিটি রাজ্য থেকে বিভিন্ন বিভাগে প্রতিযোগিরা অংশ গ্রহন করেছিলেন।এই কলা উৎসবেই মৌমিতা তার সৃজনশীলতার স্বকীয় প্রতিভায় সারা দেশের মধ্যে দ্বিতীয় পুরুস্কার অর্জন করেছে।প্রসঙ্গক্রমে উল্লেখ্য মৌমিতা সরকার কৈলাসহরের নেতাজী বিদ্যাপীঠ ইংরেজী মাধ্যমের দ্বাদশ শ্রেনীর কলা বিভাগের ছাত্রী।মৌমিতার বাবা মুরারী মোহন সরকার কৈলাসহরের বিদ্যালয় পরিদর্শক ছিলেন।বর্তমানে তিনি অবসরে এবং মা কবিতা দাস সরকার কৈলাসহরের বেসরকারী এজিএমটি বিদ্যামন্দির স্কুলের শিক্ষিকা।মৌমিতার এই গৌরবময় সাফল্যে তার পিতা-মাতা,শিক্ষক শিক্ষিকা ও আত্বীয় পরিজন সবাই গৌরবান্নিত বোধ করছেন।নার্সারী স্তর থেকে বিশ্বজীৎ রাজকুমার(ছুট্টু) আর্ট শিক্ষকের নিকট থেকে আর্ট শিখছে।ছোট কাল থেকেই বিভিন্ন আর্ট প্রতিযোগিতায় প্রায় ১৫০টির ও বেশী প্রাইজের অধিকারী মৌমিতা।

You may also like

Leave a Comment