Home » মোহনপুরে দুটি বিদ্যালয়ের পাকা বাড়ির উদ্বোধন শিক্ষার্থীদের প্রতি অভিভাবক দের আরো যত্নশিল হতে হবে। শিক্ষা মন্ত্রী

মোহনপুরে দুটি বিদ্যালয়ের পাকা বাড়ির উদ্বোধন শিক্ষার্থীদের প্রতি অভিভাবক দের আরো যত্নশিল হতে হবে। শিক্ষা মন্ত্রী

by admin

প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর মহকুমা এলাকায় একদিনে দুটি বিদ্যালয়ের নতুন পাকা ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। মোহনপুর বিধানসভার কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় এবং সিমনা বিধানসভার ঈষানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন হয় এই দুটি নতুন পাকা বাড়ির। উদ্বোধনী পর্বে শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে শিক্ষায় আমল পরিবর্তন আসার বিষয়ে আলোকপাত করেন শিক্ষামন্ত্রী।
“নতুন সরকার গঠন হওয়ার পর রাজ্যের শিক্ষা দপ্তরে ৩৭ টি বিষয় রিফরম করা হয়েছে। যার মধ্য দিয়ে রাজ্যের শিক্ষার্থীদের শিক্ষাদানের বিষয় থেকে শুরু করে পরিকাঠামোতে আমূল পরিবর্তন এসেছে”। সোমবার কলাগাছিয়া হাই স্কুলে নতুন পাকা বাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে বলছিলেন শিক্ষামন্ত্রী রতন লালন। কলাগাছিয়া হাই স্কুলের ক্লাসরুম গুলো দীর্ঘ বছর যাবত জরাজীর্ণ দশায় পরিণত হয়েছিল। স্থানীয়রা দাবি করেছিলেন একটি নতুন পাকা স্কুল ভবন নির্মাণ করা। সেই দাবিতে মান্যতা দিয়ে নির্মাণ করা হয় দ্বিতল নতুন পাকা ভবন। এইদিনের উদ্বোধকের ভাষণে শিক্ষামন্ত্রী বলেন বহু বছর যাব গুনে ধরে থাকা সিস্টেম আমরা ধীরে ধীরে পরিবর্তন করছি। এখনো আরো প্রয়োজন রয়েছে। এদিন অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকারা ছেলেমেয়েদের মানুষ করতে পারবে না। অভিভাবকদের কেউ নিয়মিত বিদ্যালয়ে এসে ছেলে মেয়ের খোঁজ-খবর নিতে হবে। শিক্ষক অভিভাবক সম্মেলনে অভিভাবকরা বিদ্যালয়ে আসার উপর গুরুত্ব দিলেন শিক্ষা মন্ত্রী। অন্যদিকে স্কুলে পড়া চলা কালিন সময়ে নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়া নিয়েও এদিন তীব্র সমালোচনা করলেন মন্ত্রী। যেকোনো ধরনের পরিস্থিতিতে মেয়েদের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ একেবারেই গ্রহণ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষা মন্ত্রী। শিক্ষা দপ্তর ইতি মধ্যেই রাজ্যের বহু সংখ্যক স্কুলে প্রি প্রাইমারি শুরু করেছে। কারণ দপ্তর চাইছে ছেলেমেয়েদের গুণগত শিক্ষা প্রদান ছোট বয়স থেকেই শুরু করতে। অভিভাবকের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রীর আহ্বান করেন ছেলে মেয়েদের পড়াশোনা করানো ক্ষেত্রে অর্থ খরচে কোনো ধরনের কার্পণ্য না করতে।পরে ফলক উন্মোচন ও ফিতা কেটে নতুন পাকা বাড়ির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে ঈশানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও দীর্ঘদিনের জড়া-জীর্ণ পাকা বাড়ির স্থানে নতুন পাকা ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। দুটি স্কুলেই ছেলেমেয়েদের পড়াশোনা বিকাশের ক্ষেত্রে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্ব দিলেন শিক্ষা মন্ত্রী। কলাগাছিয়া স্কুলের উদ্বোধনী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব বিদ্যালয় শিক্ষা পরিদর্শক সুদীপ সরকার ও অন্যান্যরা।

You may also like

Leave a Comment