Home » দূর্ঘটনার কবলে পড়ে দুই জোয়ান

দূর্ঘটনার কবলে পড়ে দুই জোয়ান

by admin

ধর্মনগর প্রতিনিধি।
১৯ শে ডিসেম্বর গতকাল রাএি আনুমানিক দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথৈ পার্কিং এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে টি,আর,০৬ সি,৯৩৭৯ নম্বরের একটি এভেন্জার বাইকে চেপে ২৯ নং ব্যাটেলিয়ান আসামরাইফেলের দুই জোয়ান পানিসাগর বাজার থেকে বাগবাসা আসাম রাইফেল ক্যাম্পে ফিরার পথে দ্রুতগতিতে ছুটতে গিয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের খানাখন্ধে পড়ে দূর্ঘটনার কবলে পড়ে।দূর্ঘটনার বিকট শব্দে আসপাশ এলাকার লোকজন ছুটে আসে এবং তড়িঘড়ি খবর পাটায় পানিসাগর ফায়ার সার্ভিসে।খবর পাওয়া মাএ পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্ঘটনা স্হলে পৌছায় এবং আহত অবস্হায় দুজনকে নিয়ে যায় পানিসাগর মহকুমা হাসপাতালে।জানা গেছে আহত জোয়ান দ্বয়ের নাম অরুন বিকাশ চাকমা(৪৩) পিতা মৃত্যুন্জয় চাকমা,বিজয় পুর ওয়ান,থানা বর্ধনসা,ডিস্ট্রিক্ট চেঙলাং,অরুনাচল প্রদেশ।অপর জন দিনা হাই কাইপেং(৩৯) পিতা মৃত গঙ্গাপুএ কাইপেং,তেলিয়া মুড়া।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা করে দিনাহাই কাইপেং কে ছেড়ে দেয়।তবে অরুনবিকাশ চাকমার মাথায় আঘাত গুরুতর হওয়াতে নাক,কান দিয়ে রক্ত ক্ষরন হওয়াতে তাকে তড়িঘড়ি রেফার করা হয় ধর্মনগর স্হিত জেলা হাসপাতালে।জানা গেছে সেখান থেকেও ওর শারীরিক অবনতি ঘটাতে রাএিতেই পাটিয়ে দেওয়া হয় আগরতলা জি,বি হাসপাতালে।সারা রাত পেরিয়ে আজ ভোর ছয়টা পঞ্চাশ মিনিট নাগাদ জি,বি হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।পথ দূর্ঘটনায় আসাম রাইফেল জোয়ানের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পরতেই শোকের ছায়া নেমে আসে।বাগবাসা স্থিত আসাম রাইফেল ক্যাম্প কতৃপক্ষের তরফ থেকে জানানো হয় যে,আজ আইনি প্রক্রিয়া মোতাবেক ময়না তদন্তের কার্য সম্পন হয়।আগামী কাল সেনাবাহিনীর বিশেষ কপ্টারে ওর মরদেও অরুনাচল প্রদেশের বাড়ির উদ্যেশ্যে পৌছে দেওয়া হবে।দূর্ঘটনা জনিত মৃত্যুর কারনে আজ সন্ধ্যায় বাগবাসা স্থিত ক্যাম্পের পক্ষ থেকে পানিসাগর থানায় একটি ইউ,ডি মামলা নতিভুক্ত করা হয়।

You may also like

Leave a Comment