তেলিয়ামুড়া প্রতিনিধি : ২০১৮ সালে আমার সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি ছিল যে মানুষের সার্বিক প্রয়োজনে নির্বাচিত সরকার কাজ করবে। প্রতিশ্রুতিকে সামনে রেখে নিরন্তর ভাবে কাজ করে চলেছে সরকার। এর ফলেই বর্তমানে করইলং, বড়লুঙ্গা শিবির ,ঘনিয়া মারা, বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের চার ,পাঁচ এবং ছ নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষের যোগাযোগের উন্নয়নের জন্য জাতীয় সড়ক সন্নিহিত ছড়ার উপরে 49 লক্ষ টাকা খরচ করে ব্রিজ তৈরি হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস এই ব্রিজ তৈরি হয়ে গেলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার মান যেমন উন্নয়ন হবে ,ঠিক একই রকম ভাবে গোটা এলাকার আর্থ সামাজিক ব্যবস্থার মান বিকশিত হবে। কথাগুলোর বক্তা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। এখানে উল্লেখ করা প্রয়োজন তেলিয়ামুড়াতে জাতীয় সড়ক সন্নিহিত ছড়ার উপরে নবনির্মিত ব্রিজ পরিদর্শন করতে আজ বিধায়িকার নেতৃত্বে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট জায়গা সফর করেন।সঙ্গে অন্যান্য দের মধ্যে ছিলেন তেলিয়ামুড়া মণ্ডলের সভাপতি অচিন্ত ভট্টাচার্যী, কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নিতিন কুমার সাহা, সমাজ সেবক নন্দন রায়।এই সফরকালে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে উপরে উল্লেখিত কথাগুলো বলার পাশাপাশি বিধায়ীকা আরো বলেন, এই সময়ের মধ্যে সরকার সাধারণ মানুষের উন্নয়নের জন্ নিরন্তর ভাবে কাজ করে চলেছে সরকার। এখানে উল্লেখ করা প্রয়োজন দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট এলাকায় সেতুর দাবি ছিল এলাকাবাসীদের। তবে দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত থাকলেও এই সময়ের মধ্যে সেতু নির্মাণের কাজ প্রায় শেষের দিকে থাকায় খুশির ঝলক এলাকাবাসীদের চেহারায়। আজকে সেতুর কাজের অগ্রগতি দেখতে বিধায়িকা সপার্ষদ গেলে স্থানীয় বহু মানুষ এসে জড়ো হন এবং এলাকার মানুষের দীর্ঘদিনের এই দাবীটিকে বাস্তবায়িত করার জন্য বিধায় কাকে ধন্যবাদ জানান।
153
previous post