প্রতিনিধি ধর্মনগর ১৯শে জানুয়ারি : সকালএগারো ঘটিকায় পানিসাগর টাউনহলে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা প্রসাশনের উদ্যোগে পানিসাগর মহকুমা ভিওিক ৪৭ তম ককবরক দিবস ও উপজাতি লোকনৃত্য প্রতিযোগীতা।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস।সভাপতিত্ব করেন রাজ্যের প্রখ্যাত ককবরক কবি ও সাহিত্যিক সুধন্য এিপুরা।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ,পানিসাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান লক্ষিকান্ত দাস,পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর তথা মহকুমা উপজাতি ওয়েলফেয়ার অফিসার সুকুমার রিয়াং,পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব্বর্মা,দামছড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমেন্দ্র দেব্বর্মা,বিশিষ্ঠ সমাজ সেবি এনাই হালাম সহ প্রমুখরা।অনুষ্ঠানে স্বাগত আলোচনা রাখেন ডেপুটি কালেক্টর সুকুমার রিয়াং।অনুষ্ঠানের শুরুতেই রাজ্য উপজাতি বিশিষ্ট ব্যাক্তিত্ব বিশ্বা মুন্ডার পতি কৃতিতে পুস্পার্ঘ নিবেদন কর্মসূচি।অনুষ্ঠানে অংশগ্রহন করেন পানিসাগর এলাকার সবকটি বিদ্যালয় থেকে আগত ছাএ ছাএি বৃন্দরা।অনুষ্ঠান শুরুর পূর্বে একটি সুসজ্জিত রেলী সহযোগে পানিসাগর বাজার পরিক্রমা করে টাউনহল প্রাঙ্গনে এসে সমাপ্তি ঘোষনা করা হয়।অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের উপজাতি লোক নৃত্যের নিপুন প্রদর্শনী।উক্ত উপজাতি লোক নৃত্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারি দলগুলো হলো বেথলিয়েম ইংলিশ মিডিয়াম স্কুল,দামছড়া এস,টি গাল্স স্কুল,দামছড়া এস,টি বয়েস হোস্টেল,কেপিটিয়ানো গাল্স স্কুল,কে,জি,বি,ভি গাল্স হেস্টেল এবং নাজির ইংলিশ মিডিয়াম স্কুল।একদিবসীয় উপজাতি লোক নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কে,জি,বি,ভি গাল্স হোস্টেল,দ্বিতীয় স্থান অধিকার করে বেথলিয়েম ইংলিশ মিডিয়াম স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করে দামছড়া এস,টি গাল্স হোস্টেল।মঞ্চে উপবিষ্ট অথিতিদের হাত ধরে বিজয়ীদের হাতে পুরুস্কার তোলে দেওয়া হয়।জানা গেছে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বিজয়ী দলটি আগামীকাল ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত জেলা ভিওিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবে।
34