প্রতিনিধি শান্তির বাজার: আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জোলাইবাড়ী পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের প্রাঙ্গণে, শুরু হলো তিনদিন ব্যাপি “পিলাক প্রত্ন পর্যটন মেলা -২০২৫” , এই মেলা ১৯শে জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত চলবে। এই পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা করেন পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের লোক প্রিয় বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন এবং পি .টি.জি দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফু মগ,
জোলাই বাড়ি ব্লক বি.এস.সি চেয়ারম্যান অশোক মগ , দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দও সহ অন্যান্যরআ উপস্থিত ছিলেন। এই মেলায় সভাপতি আসনায় অলংকৃত করেন জোলাই বাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তাপস দত্ত। মেলায় উপস্থিত তিথিরা আলোচনা করতে গিয়ে মেলা তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরেন উপস্থিত জনসম্মুখে। পাশাপাশি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আলোচনা করতে গিয়ে বলেন একসময় জোলাই বাড়ি উন্নয়ন অনেকটা পিছিয়ে পড়ছিল। এখন বিজেপি আইপিএফটি জোট সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনায় সারা রাজ্যের পাশাপাশি জোলাই বাড়ি বিধানসভা কেন্দ্রেও উন্নয়নের কাজ চলছেই দ্রুত গতিতে। আরো বলেন এখন সাধারণ মানুষ লরাই আন্দোলন ছাড়াই নিজেদের অধিকার পাচ্ছেন। অপর দিকে দেখা গেল মেলায় বিভিন্ন সরকারি দপ্তর থেকে স্টল খোলা হয় যেগুলির মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গুলি তুলে ধরা হয়। ফিতা কেটে এই স্টল গুলির মেলায় আসা লোকজনদের জন্য উন্মুক্ত করে দেন উপস্থিত অতিথিরা। মেলায় আসা লোকজনদের আনন্দ দিতে মেলায় রাজ্য এবং বহিরাজ্য থেকে আগত প্রতিভাবান শিল্পীদের দ্বারা পরিচালিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুরু হলো পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব ২০২৫
127
previous post