ধর্মনগর ।। ১৮ নভেম্বর ।।
নটরাজ কালচারেল সোসাইটি আয়োজিত ২য় কৃষ্ণ প্রিয়া আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০২৪ মহা সমারোহে অনুষ্ঠিত হলো গত কাল ধর্মনগর বিবেকানন্দ সার্ধ. শতবার্ষিকি ভবনে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে ।সন্মানিত অতিথি ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালি রানি দাস, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবি তথা সাংবাদিক সমর চক্রবর্তী, শান্তিনিকেতন বিশ্বভারতীর নৃত্য বিভাগের সহ অধ্যাপক বসন্ত মুখোপাধ্যায়, বাংলাদেশ থেকে আগত আইনজীবী শায়লা খান্ প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতে তিনজন নৃত্যগুরু ববি চক্রবর্তী, বসন্ত মুখোপাধ্যায় ও জবা ঘোষ সুত্রধরকে অভিনব রূপে বরণ করেন নটরাজ কালচারেল সোসাইটির কর্ণধার শুভ্রজ্যোতি দে ।অনুষ্ঠানের শুরুতে ত্রিপুরা রাজ্যে বিশিষ্ট নৃত্য শিল্পী ববিচক্রবর্তী কুচিপুড়ি নৃত্য পরিবেশন করেন ।বিশিষ্ট নৃত্য শিল্পী জবা ঘোষ সুত্রধর কত্থক নৃত্য পরিবেশন করেন । কলকাতা বাংলাদেশ থেকে আসা অনেক তারকা নৃত্য শিল্পী নৃত্য পরিবেশন করেন ।যেমন শান্তিনিকেতন থেকে সুদীপ্তা ঘোষ রবীন্দ্র নৃত্য ,বাংলাদেশ থেকে দীপ দত্ত আকাশ,লোকনৃত্য তাকওয়া দ্বীন সাইফ লোকনৃত্য কলকাতা থেকে শিল্পায়ন রায় ভরতনাট্যম , শিলচরের সৌরভ মজুমদার,ভরত নাট্যম তথাগত দাস,গৌড়ীয় নৃত্য সুদর্শনা চক্রবর্তীমনিপুরী নৃত্য প্রমুখ। এছাড়া ধর্মনগরের স্বনামধন্য চারটি স্কুলের ছাত্র ছাত্রীরা নৃত্য পরিবেশন করে । পূর্নশ্রী নৃত্যাশ্রম, কলাঙ্গন,তমালিনীরছায়া, ও .নৃত্যাঙ্গন..উল্লেখ .গত ১৫ নভেম্বর থেকে নটরাজ কালচারেল সোসাইটি ১৭ ই নভেম্বর পর্যন্ত তিনদিনের রবীন্দ্রনৃত্যের একটি কর্মশালার আয়োজন করে । এই কর্মশালার প্রশিক্ষক ছিলেন শান্তিনিকেতন বিশ্বভারতীর সহ অধ্যাপক বসন্ত মুখোপাধ্যায় ও উনার সুযোগ্য শিষ্যা সুদীপ্তা ঘোষ । উচ্চমানের এই কর্মশালায় ধর্মনগরের অনেক শিল্পী যোগদান করে সমৃদ্ধ হয়েছে।
গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ধর্মনগরের স্বনামধন্য বাচিক শিল্পী ও সঞ্চালিকা মণিকা ভট্টাচার্য ও বিশিষ্ট শিক্ষিকা ডক্টর নন্দিতা চক্রবর্তী ।