প্রতিনিধি,গন্ডাছড়া 17 নভেম্বর:- এক মাসেরও কম সময়ের মধ্যে গন্ডাছড়া ত্রিশ কার্ড এলাকার ভাঙ্গা লোহার সেতুটি সাড়াই করে যান চলাচলের উপযোগী করে তুলে গন্ডাছড়া পূর্ত দপ্তর। প্রসঙ্গত গত ১৯ অক্টোবর গন্ডাছড়া -অমরপুর রাস্তার ৩০ কার্ড এবং ৬০ কার্ড এলাকার মধ্যবর্তী শর্মা নদীর উপর লোহার সেতু ভেঙ্গে পড়ার পর থেকে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল ৩০ কার্ড এলাকাবাসীর। এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে নদীর এপার ওপার হতে হয়েছিল। অনেকে আবার নৌকায় করে, কেউবা ভাঙ্গা লোহার ব্রিজের উপর বাঁশের সাঁকো করে নদী পারাপার হতে হয় । এক্ষেত্রে একটু উন্নিশ বিশ হলেই শর্মা নদীর জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকত । এরকম একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ত্রিশ কার্ড এলাকাবাসী সহ গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতিনিয়ত যাতায়াত করতে হত। অবশেষে পূর্ত দপ্তর দ্রুততার সাথে লোহার ব্রীজের সারাইয়ের কাজ শুরু করে এবং এক মাসেরও কম সময়ের মধ্যে কাজ শেষ করে যান চলাচলের স্বাভাবিক করে তুলে। তাতে খুশি এলাকার সাধারণ মানুষ।
59